শুক্রবার, ২৭ মে ২০২২, ০৮:৩৩ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
এবার বলিউডের বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগপত্র দায়ের করেছেন ছোটপর্দার অভিনেতা ও মডেল কেট শর্মা।
এর আগেও নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।
কেটের অভিযোগ, চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই তাকে জোর করে জড়িয়ে ধরে চুমুর চেষ্টা করেছিলেন। রাত না কাটালে কাজ দেবেন না বলে হুমকিও দিয়েছিলেন।
কেট বলেন, ‘গত ৬ আগস্ট তিনি আমাকে তার ঘরে ডেকেছিলেন। পাঁচ-ছয়জন লোকও ছিল তার ঘরে। সবার সামনেই তিনি আমাকে ম্যাসাজ করতে বলেন। এটা আমার জন্য বিশ্রী ছিল, কিন্তু জ্যেষ্ঠ হিসেবে আমি তাকে সম্মান করি। তাই রাজি হই।’
‘দুই-তিন মিনিট তাকে ম্যাসাজ করার পর আমি ওয়াশরুমে হাত ধুতে যাই। তিনি পেছন পেছন সেখানে যান। তারপর আমার সঙ্গে কিছু কথা আছে বলে তার কক্ষে নিয়ে যান। পরে আমাকে ধরে আলিঙ্গন ও চুমুর চেষ্টা করেন।’
যেতে দেয়ার জন্য অনুরোধ করলে ‘খলনায়ক’ পরিচালক তাকে হুমকিও দেন বলে জানান কেট।
এ মডেল বলেন, ‘তাকে বলেছিলাম, আমি যেতে চাই। তখন তিনি আমাকে হুমকি দিয়ে বলেন, যদি আমি তার সঙ্গে রাত না কাটাই, তবে তিনি আমাকে অভিষেক করাবেন না।’
গত বৃহস্পতিবার মহিমা কুকরেজা নামের এক টুইটার ব্যবহারকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক নারীর উদ্ধৃতি দিয়ে সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ আনেন। ওই নারীর অভিযোগ, ঘাই তাকে আপত্তিকরভাবে ছোঁয়ার চেষ্টা করেছিলেন। পরে তাকে নিজের মদ খেতে দেন। ওই নারী আরও বলেন, এরপর ঘাই এক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করেন।
তবে পরিচালক সুভাষ ঘাই তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ নাকচ করেছেন।
এক বিবৃতিতে ৭৩ বছর বয়সী সুভাষ ঘাই বলেন, ‘কোনো সত্য বা অর্ধসত্য ছাড়াই অতীতের গল্প টেনে’ এনে সুপরিচিত কারও বিরুদ্ধে কুৎসা রটানো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ‘নিশ্চিতভাবে এ ধরনের মিথ্যা অভিযোগ আমি প্রত্যাখ্যান করছি।’
গত মাসে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রী দত্তর যৌন হেনস্তার অভিযোগের পর ‘হ্যাশট্যাগ মি টু আন্দোলন’ ছড়িয়ে পড়ে বলিউডে। একে একে অভিযোগ আনা হয় বিকাশ বেহল, অলোক নাথ, রজত কাপুর, সাজিদ খানের বিরুদ্ধে।