মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ০৪:১২ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
রাজধানীর উত্তরখানে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ আরও একজন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে মোট তিনজনের মৃত্যু হলো।
আজ রোববার সকালে সুফিয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয় বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।
শনিবার ভোরে উত্তরখানে ওই অগ্নিকাণ্ডে আটজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ওইদিন সকালেই চিকিৎসাধীন অবস্থায় মো. আজিজুল ইসলাম (২৭) এবং সন্ধ্যায় তার স্ত্রী মুসলিমা বেগম (২০) মারা যান।
এসআই বাচ্চু মিয়া জানান, সুফিয়ার মেয়ে আফরোজা আক্তার পূর্ণিমা (৩০), পূর্ণিমার ছেলে সাগর (১২), আজিজুলের বোন আঞ্জু আরা (২৫), তার স্বামী ডাবলু মোল্লা (৩৩), তাদের ছেলে আব্দুল্লাহ সৌরভ (৫) বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের মধ্যে আনজু ও আব্দুল্লাহ ছাড়া সবার অবস্থাই গুরুতর।