শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:০৩ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
সাংবাদিক জামাল খাসোগি ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে আলোচনা করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
স্থানীয় সময় শনিবার রাতে মুসলিম বিশ্বের এ দুই নেতা ফোনালাপ করেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, জামাল খাসোগির ঘটনার তদন্তে যৌথভাবে দুই দেশের তদন্তের ওপর জোর দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। তবে এ বিষয়ে এরদোগানের মুখপাত্র আর বেশি বলতে রাজি হননি।
এর আগে সৌদি কনস্যুলেটে তল্লাশির অনুমতি না দিলে সৌদি কনস্যুলেটের প্রধানসহ কূটনীতিকদের তুরস্ক থেকে বহিষ্কার করার হুমকি দেয় আঙ্কারা।
উল্লেখ্য, গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন সৌদি রাজপরিবারের সমালোচক ও সাংবাদিক জামাল খাসোগি। কনস্যুলেটে প্রবেশের পর খাসোগিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে।
তুরস্ক দাবি করছে, খাসোগিকে কনস্যুলেটের ভেতরেই হত্যা করা হয়েছে। আর এর সব প্রমাণ তুরস্কের হাতে রয়েছে।