বর্তমানে সফল ব্যাটসম্যান ও অধিনায়কের তালিকা করলে সেখানে অনায়াসে জায়গা পাবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন এ ব্যাটসম্যান।
বিরাট হুট করে যে সফলতা পেয়েছেন এমনটা না। এর জন্য অনেক কাঠখড়ি পোড়াতে হয় তাকে। তরুণ ক্রিকেটাদের জন্য এখন আদর্শের তালিকায় আছেন বিরাট কোহলি।
তরুণদের উদ্দেশ্য করে সম্প্রতি টুইট করেছেন ভারতের এই অধিনায়ক। তিনি তার টুইটারে বলেন, লক্ষ ঠিক রেখে, কঠোর পরিশ্রম করলে সবকিছুই সম্ভব। পরিশ্রম করতে থাকো এবং নিজের ওপর বিশ্বাস রাখো।
শরীর ফিট রাখার জন্য গত ৫ বছর ধরে খাবারের প্রতি কড়া নিয়ম কানুন মেনে চলেন। এছাড়া শরীরে মেদ জমতে না দেওয়ার জন্য গত ৪ মাস থেকে কোন মাছ মাংস খাচ্ছেন না।
বর্তমানে বিরাট ওয়ানডে ও টেস্ট র্যাংকিংয়ে শীর্ষ ব্যাটসম্যান হিসেবে অবস্থান করছেন।