শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৯:১৪ পূর্বাহ্ন
খবরের আলো :
মো: জসীম উদ্দীন চৌধুরী: ২০০৯ সালের জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ আইনে টংগীর স্টেশন রোডে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক বাণিজ্য মন্ত্রনালয় রজবী নাহার রজবী। মেয়াদ উক্তীন ঔষধ ,পণ্য উৎপাদন তারিখ না দেওয়া ,অপরিস্কার ,দাম বেশি নেওয়ার কারনে এই অভিযান করেন,বলে দৈনিক খবরের আলোকেজানান সহকারি পরিচালক। তিনি আরো বলেন,বিভিন্ন ভুয়া ভোক্তাঅধিকার কমিশন এসে অভিযান করলে আমাদেরকে জানাবেন। গত সোম বার ১৫ই অক্টোবার দুপুর ২ টায় সুন্দরবন রেস্টæরেন্ট হইতে ৫০ হাজার টাকা, মুসলিম সুইটস্ এন্ড ব্যকারী হইতে ২০ হাজার টাকা, আলীবাবা সুইটস্ দোকান হইতে ২৫ হাজার টাকা, রাফসান মেডিকেল হল হইতে ১০ হাজার টাকা, কবির ষ্টোর হইতে ১০ হাজার, বিসমিল্লাহ জেনারেল ষ্টোর হইতে ১০ হাজার, টাকাজরিমানা করেন।