মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ১২:৫২ পূর্বাহ্ন
খবরের আলো রিপোটঃ
ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সংগীতশিল্পী অঞ্জলি চৌধুরীর নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে ইউটিউবে। প্রযোজনা প্রতিষ্ঠান রেইন মিউজিকের ব্যানারে বুধবার গানটি প্রকাশ করা হয়।
গানের শিরোনাম ‘অপেক্ষায়’। গানটি লিখেছেন মাজাহিদুল হক লেনিন এবং সংগীতায়োজন করেছেন রাজন। গানটি নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মনজুর বাপ্পি। যেখানে মডেল হয়েছেন সঞ্জয় রাজবংশী এবং মহুয়া মৌ।
মিউজিক ভিডিও সম্পর্কে শিল্পী অঞ্জলি চৌধুরী বলেন, ‘অনেক প্রতিক্ষার পর আমার নতুন মৌলিক গানটির মধ্য দিয়ে শ্রোতাদের সামনে আসতে পেরে ভালো লাগছে। ইতোমধ্যে গানটি ইউটিউবে ব্যাপক প্রশংসিত হচ্ছে। গানটি ঈদে আমার শ্রোতাদের বাড়তি আনন্দ দেবে বলে বিশ্বাস করি।’
দীর্ঘ দিন ধরে সুদূর যুক্তরাষ্ট্রে রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীতের চর্চায় নিজেকে ব্যস্ত রেখেছেন অঞ্জলি চৌধুরী। বের হয়েছে কয়েকটি অ্যালবাম। ২০১৭ সালে হলিউডের একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে রবীন্দ্র সংগীত পরিবেশন করে খ্যাতি অর্জন করেন তিনি। এছাড়া ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার স্থানীয় একটি টেলিভিশনে প্রথম বাংলাদেশি হিসেবে বাংলা গান পরিবেশন করেন অঞ্জলি চৌধুরী।