বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৪৯ অপরাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার কালিগঞ্জ মুন্সিগঞ্জ মহা সড়কের খানপুর মোড় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের হিরালাল দত্তের পুত্র ও কুশলিয়া কলেজিয়েট স্কুলের ছাত্র বিপুল কুমার দত্ত(১৮)। প্রাপ্ত তথ্যে জানাগেছে, বিপুল কুমার দ্ত্ত সহপাটি একই গ্রামের মনোরঞ্জন কর্মকারের পুত্র শুভাঙ্কার কর্মকার(১৮) ও স্বপন মজুমদারের পুত্র তন্ময় কুমার কর্মকার(২২) মটর সাইকেল যোগে পুজা মন্ডপ পরিদর্শন করে বেড়াচ্ছিল। এক পর্যায়ে মঙ্গলবার সকালে কালিগঞ্জ মুন্সিগঞ্জ মহা সড়কের খানপুর মোড় নামক স্থানে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপর ছটকে পড়ে। এসময়ে ঘটনাস্থলেই বিপুলের মৃত্যু হয়। অপর দুইজন গুরুতর যখম হয়। স্থানীয়রা আহতদের শ্যামনগরে হাসপাতালে নিয়ে ভর্তি করে ও নিহতের পরিবারে সংবাদ দেয়। আনন্দের দিনে নিহতের ঘটনায় বিপুলের পরিবার সহ গোটা এলাকায় চলছে শোকের মাতম।