মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০১:৪৫ পূর্বাহ্ন
খবরের আলো :
মোঃ হান্নান মিয়া রাজৈর (মাদারীপুর) সংবাদদাতাঃ দীর্ঘ ১৭ বছর পর রাজৈর উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠত হতে যাচ্ছে আগামি কাল রবিববার। রাজৈর পৌর ঈদগাহ ময়দানে বিকেল ৩.০০ টায় অনুষ্ঠিত এই সম্মেলন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। সভাপতি, সেক্রেটারী সহ বিভিন্ন পদপ্রার্থীরা রয়েছেন তৎপর। রাজৈর উপজেলা ছাত্রলীগের মোস্তফা মনির সুজন জানান, স্থানীয় সংসদ সদস্য সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান প্রধান অতিথি ও মাদারীপুর জেলা আওয়ামীলীগের জেলা সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বিশেষ অতিথি এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, টেক্রেটারী সহ জেলা-উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন। উল্লেখ্য ২০০৩ সালের ২৫ মে ছাত্রলীগের রাজৈর উপজেলা সম্মেলন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল।