শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:০৯ অপরাহ্ন
খবরের আলো ডেস্ক:
সোমালিয়ার যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৬০ জন নিহত হয়েছে। নিহতরা জঙ্গি সংগঠন আল শাবাবের সদস্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। খবর বিবিসি’র।
শুক্রবার সোমালিয়ার মধ্যাঞ্চলীয় হারারদেরে এলাকায় হামলাটি চালানো হয়। ‘নিখুঁত’ ওই হামলায় কোনো বেসামরিক হতাহত হয়নি বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
জঙ্গিগোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে সোমালি বাহিনীগুলোর সঙ্গে এক যৌথ অভিযানের অংশ হিসেবে হামলাটি চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালে আরেকটি বিমান হামলায় ১০০ জঙ্গি নিহত হওয়ার পর থেকে এবারের হামলাটিই ওই গোষ্ঠীটির বিরুদ্ধে চালানো সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলা।
শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই বিবৃতির বিষয়ে কোনো মন্তব্য করেনি আল শাবাব।