সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৪:০০ পূর্বাহ্ন
খবরের আলো রিপোটঃ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরেক রোগী মারা গেছেন। তার নাম রবিউল ইসলাম রাব্বি (২৭)। আশঙ্কাজনক অবস্থায় বুধবার দুপুর ১২টার দিকে রাব্বিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।
রাব্বির বাবা আমিরুল ইসলাম সাংবাদিকদের জানান, দুই সন্তানের মধ্যে তিনি সবার বড়। শেওড়াপাড়ায় স্যামসাং সার্ভিস সেন্টারে চাকরি করতেন রাব্বি। গত ৯ দিন আগে জ্বরে আক্রান্ত হন তিনি। এরপর তিন দিন বাসায় ছিলেন। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেয়া হয়। একপর্যায়ে তার অবস্থার অবনতি হলে আজ সকালে চিকিৎসকেরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রাব্বিকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার কবিরপুর গ্রামের মো. আমিরুল ইসলামের পুত্র রাব্বি। তিনি মিরপুর শেওড়াপাড়ায় থাকতেন।