মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০২:০৭ পূর্বাহ্ন
খবরের আলো রিপোটঃ
নারায়ণগঞ্জে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে ফয়সাল নামের এক যুবক খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত আটটায় সদর মডেল থানা পুলিশ নগরীর খানপুর ৩শ’ শয্যা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নগরীর বরফকল এলাকা থেকে ৫ জনকে আটক করেছে।
নিহত ফয়সাল সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল চৌধুরী বাড়ি এলাকার নূরুজ্জামানের ছেলে। সে পেশায় এসি মিস্ত্রী ছিল বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসীর দাবি, শহরের খানপুর বরফকল এলাকার সামিয়া নামের এক মেয়ের সাথে দীর্ঘদিনের প্রেম ছিলো ফয়সালের। ওই মেয়ের সাথে দেখার করার জন্য বিকেলে সে সেখানে গিয়েছিলো। ধারণা করা হচ্ছে, ওই মেয়ের পরিবারের লোকজন তাকে মারধর করেছে। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদিন জানান, ধারণা করা হচ্ছে প্রেমঘটিত বিষয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তিনি জানান, মরদেহের মুখমন্ডলে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ফয়সালকে হত্যা করা হয়েছে কি না সে ব্যাপারে তদন্ত চলছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।