শনিবার, ১০ এপ্রিল ২০২১, ০৮:৫৪ অপরাহ্ন
খবরের আলো :
হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিানজপুরের হিলিতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার উদ্যোগে মশক নিধনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ।
এসময় নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ অনেকে উপস্থিত ছিলেন।
হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, সারাদেশে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তারই সতর্কতা হিসেবে পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযান শুরু করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। যাতে ডেঙ্গৃ মহামারি আকার ধারণ করতে না পারে।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম বলেন, দেশব্যাপী ডেঙ্গুর যে প্রভাব দেখা দিয়েছে। এটি এডিস মশার কারণে হয়। যে কারণে পৃর্ব প্রস্তুতি হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে মশক নিধন অভিযান চালানো হবে। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার পৌর এলাকায় মশক নিধন অভিযান শুরু করা হলো। ডেঙ্গু উৎপন্নের সম্ভব্য স্থান বাড়ির পাশে লার্ভা, ড্রেনসহ ফাঁকা জায়গায় মশক নিধন অভিযান চালানো হবে।
তিনি আরও বলেন, এছাড়া যদি কোন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়। তাকে জেলা সদরে পাঠানোর জন্য আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। জেলা সদরে ডেঙ্গু রোগীদের নিয়ে টিম কাজ করছে।