রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৭:৪৯ পূর্বাহ্ন
খবরের আলো :
মহিউদ্দিন আহমেদ ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে ধরা গুজব প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ( ১ আগস্ট )বৃহস্পতিবার সকাল ১০টায় তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর মানিক’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হুমায়ূন কবির মৃর্ধা, আব্দুল লতিফ, সিনিয়র শিক্ষক আব্দুস ছাত্তার, মনিরুজ্জামান । এছাড়াও সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তাগণ সাম্প্রতিক বিভিন্ন গুজবের প্রতি কান না দিয়ে এবং আইন নিজের হাতে তুলে না নিতে সকলকে উদ্বুদ্ধ করেন। এলাকায় এরকম যে কোন সন্দেহ দেখা দিলে নিকটস্থ প্রশাসনের সহযোগিতা নিতে উপস্থিত সকলকে অনুরোধ জানান।
সভায় প্রধান শিক্ষক আলী মনসুর মানিক বলেন, ছেলে ধরা গুজবে কান না দিয়ে বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী উপস্থিত নিশ্চিতকরন জনসচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের