সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৪:৪৯ পূর্বাহ্ন
খবরের আলো :
হাবিবুর রহমান মাসুদ, পটুয়াখালী প্রতিনিধি :কলাপাড়ায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষির্কী উপলক্ষে গাছের চারা বিতরনের মধ্যদিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে কলাপাড়া পৌর সভার সহযোগিতায় পৌর ভবনের সামনে বিতরন ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।
অনুষ্ঠানে পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভ‚মি) অনুপ দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল প্রমুখ। এছাড়া এসময় উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেক শিক্ষার্থীর মাঝে দুটি করে পৌর সভার মাধ্যমে মোট দশ হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরন করা হয়। শেষে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী পৌরসভার সামনে দুটি বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্ধোধন করেন।
পর্যায়ক্রমে বাকী ৬৫ হাজার গাছের চারা, ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় বঙ্গবন্ধু সবুজ উদ্যানের জন্য রোপন ও পৌরসভা, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হবে। সবশেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি ও রূহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় ।