মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ১২:২৮ পূর্বাহ্ন
খবরের আলো :
মনা ,যশোর , বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানার “সৎ, নিষ্ঠাবান,মাদক বিরোধী” খেলাধুলা প্রিয় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ আবু সালেহ মাসুদ করিমকে ঢাকায় বদলী করা হয়েছে। তার বদলীকে কেন্দ্র করে সাধারন জনগন ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বুধবার (৩১জুলাই) পুলিশ হেডকোয়ার্টার এর আদেশে তাকে ঢাকা সিটির উত্তরায় (এ,পি,বি,এন) এ বদলি করা হয়েছে।গত বছর (১০/৭/২০১৮) তারিখে শেখ আবু সালেহ মাসুদ করিম বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এরপর তিনি দীর্ঘ এক বছর দায়িত্ব পালন করার পর গত (৩১/৭/২০১৯) তারিখে পুলিশ হেডকোয়ার্টার থেকে বদলির আদেশ আসে। শেখ আবু সালেহ মাসুদ করিম বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করার পর থেকে দীর্ঘ এক বছর দায়িত্ব পালনে সুনাম কুড়িয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে। তার দায়িত্ব পালন সময়ে বেনাপোল পোর্ট থানার আওতাধীন সাধারণ মানুষদেরকে কোন প্রকার চাঁদাবাজি ও হয়রানী করা হয়নি। তিনি মাদকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সভা-সমাবেশ করেছেন। পদ্মা সেতুতে মাথা ও রক্ত লাগবে এরকম গুজব থেকে স্কুল-কলেজ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মূলক কার্যক্রম গ্রহন করা হয়েছে।পাশাপাশি এ ব্যাপারে প্রতিদিন মাইকিং করে জনগনকে সর্তক করেছেন। সর্বদা সততা ও নিষ্ঠার সাথে বেনাপোল পোর্ট থানায় দায়িত্ব পালন করেছেন। তিনি যশোর জেলার ৪ বার শ্রেষ্ট অফিসার হওয়ায় সরকার থেকে পদক পেয়েছেন। তার বদলীকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বলেন এরকম সৎ,নিষ্ঠাবান, মাদক বিরোধী, খেলাধুলা প্রিয় পুলিশ কর্মকর্তাকে যদি বদলী করা হয় তবে আমরা বিভিন্ন সময়ে সমস্যার সমাধানে কার দ্বারস্ত হবো। তার বদলীতে মাদক ব্যবসায়ীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে তারা সংশয় প্রকাশ করেছেন। তার বদলীতে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন একই থানার (ওসি তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন। নতুন ওসি যোগদান না দেয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। সদ্য বদলী হওয়া ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম আমাদের প্রতিনিধিকে বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন ।