শনিবার, ১০ এপ্রিল ২০২১, ০৮:০৬ অপরাহ্ন
খবরের আলো রিপোটঃ
বৈশ্বিক তালিকায় এগিয়েছে চট্টগ্রাম বন্দর। কনটেইনার পরিবহনে সংখ্যার হিসেবে বিশ্বের সেরা ১০০ বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৪তম।
গতবছরের চেয়ে ছয় ধাপ এগিয়ে এই অবস্থানে এসেছে চট্টগ্রাম বন্দর। ২০১৮ সালে বিশ্বের বন্দরগুলোর কনটেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে এই তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিপিং-বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম ‘লয়েডস লিস্ট’।বৃহস্পতিবার প্রকাশ করা এই তালিকার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক।এবারের তালিকাটি করা হয়েছে ২০১৮ সালে বিশ্বের বন্দরগুলোর কনটেইনার পরিবহনের সংখ্যা হিসেব করে। গত ১০ বছরের মধ্যে সাত বছরই এগিয়েছে চট্টগ্রাম বন্দর।লয়েডস লিস্টে’র তালিকা অনুযায়ী, ২০১৮ সালে চট্টগ্রাম বন্দর আগের বছরের চেয়ে প্রায় আড়াই লাখ কনটেইনার বেশি পরিবহন করেছে।২০১৭ সালে চট্টগ্রাম বন্দর কনটেইনার পরিবহন করেছিল ২৬ লাখ ৬৭ হাজার ২২৩। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ২৯ লাখ তিন হাজার ৯৯৬।এক বছরের ব্যবধানে কনটেইনার পরিবহনে প্রবৃদ্ধি হয়েছে ৮.৯ শতাংশ। বন্দরের জেটি, পানগাঁও টার্মিনাল ও কমলাপুর কনটেইনার ডিপো মিলে কনটেইনার পরিবহনের এই সংখ্যা হিসাব করা হয়েছে।