মঙ্গলবার, ০২ অগাস্ট ২০২২, ১০:৫১ অপরাহ্ন
অভিযুক্ত আজাহার হোসেন (৩০) উপজেলার কেওয়া পূর্বখন্ড এলাকার মৃত আবদুল হাইয়ের ছেলে।
শিশুটির পরিবার সংসদ কর্মীকে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলার সময় আজাহার চকলেট দিয়ে ফুঁসলিয়ে শিশুটিকে নিয়ে যান। রাতে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।
বুধবার সকালে স্থানীয় মাদ্রাসার পাশে শিশুটিকে রেখে যান আজাহার। পরে সে পরিবারের কাছে ধর্ষণের ঘটনা খুলে বলে। আরো এলাকার অনেক মেয়েদেরকে বিভিন্ন সময়ে খারাপ প্রস্তাব দিয়েছেন।
শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, শিশুটির মায়ের অভিযোগ আমলে নেওয়া হয়েছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।