মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ১২:৫৪ পূর্বাহ্ন
খবরের আলো রিপোটঃ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীতে মারা গেছে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহবুদ্দিন কোরাশির স্ত্রী সৈয়দা আক্তার। এ নিয়ে রোববার ( ০৪ আগস্ট) ডেঙ্গুতে প্রাণ গেল চার জনের।
সরকারি-বেসরকারি হাসপাতালে শয্যা সংখ্যা বাড়িয়েও সামাল দেয়া যাচ্ছে না বাড়তি রোগীর চাপ। ঢাকার বাইরেও ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সারাদেশে ডেঙ্গু ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধানের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।
কোনভাবেই কমছে না ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে তিলধারণের জায়গা নেই। সরকারি ও বেসরকারি হাসপাতালের প্রায় প্রতিটি ওয়ার্ডেই রয়েছে ডেঙ্গু রোগী। বাড়তি রোগীর চাপ সামলাতে বিভিন্ন হাসপাতালে খোলা হয়েছে আলাদা ইউনিট, বাড়ানো হয়েছে অস্থায়ী শয্যা।
জ্বর নিয়ে ডেঙ্গু পরীক্ষার জন্যই হাসপাতালে ভিড় করছেন শত শত মানুষ।
রাজধানীসহ সারাদেশে রোববার (০৪ আগস্ট) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো চারজন মারা গেছে। এরমধ্যে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অতিরিক্ত আইজিপি শাহবুদ্দিন কোরেশির স্ত্রী সৈয়দা আক্তার। ৩০ জুলাই তিনি জ্বর নিয়ে প্রথমে শমরিতা হাসপাতালে ভর্তি হন। পরে শনিবার তাকে স্কয়ারে স্থানান্তর করা হয়।
এছাড়া খুলনায় ডেঙ্গু আক্রান্ত দু’জন মারা গেছে। শহরের গাজি মেডিকেল হাসপাতালে মঞ্জুর শেখ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় রোববার (০৪ আগস্ট) সকালে মারা যায়। শনিবার (০৩আগস্ট) রাতে মারা যায় মর্জিনা বেগম নামে এক বৃদ্ধা। এছাড়াও রাজধানীর একটি বেসরকারি হাসপাতলে জয়া শাহা নামে মাগুরার এক নারী মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। দেশের সরকারী ও বেসরকারী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ৪শ’ রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। শুধু রাজধানীতে ভর্তি আছে প্রায় ৫ হাজার। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি হয়েছে প্রায় ১৮৭০ জন।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ব্যাপকহারে ডেঙ্গু ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধান ও সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া জরুরি। তবে বর্তমানে অনেকেই আতংকিত হয়ে হাসপাতালে চলে আসছেন বলেও জানান তারা।
ভবিষ্যতে এমন বিপর্যয় মোকাবেলায় আরো পূর্ব প্রস্তুতি রাখার ওপর জোর দেন তারা। একই সাথে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।