মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ১২:০৪ পূর্বাহ্ন
খবরের আলো :
রাজু হাওলাদার স্টাফ রিপোর্টার : ঢাকার অদূরে আশুলিয়ায় মহাসড়ক পারাপারের সময় আলমগীর (৫১)নামক এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৫ই আগস্ট) নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকায় এ সড়ক দূর্ঘটনা টি ঘটে। নিহত আলমগীরের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলেন আজ সকালে আলমগীর বাইপাইল ত্রিমোড়ে মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় চন্দ্রাগামী একটি অজ্ঞাত গাড়ি আলমগীরকে চাপা দিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এব্যাপারে আশুলিয়া থানার(উপ-পরিদর্শক) আব্দুস সালাম বলেন দূর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক গাড়িটিকে সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।