খবরের আলো :
শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪ তম জন্মবার্ষির্কী পালিত হয়েছে। শিশু একাডেমি সাতক্ষীরা জেলা শাখার আয়াজনে বৃহস্পতিবার সদর উপজেলা ডিজিটাল কর্ণারে এ উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটা, চিত্রাংকন, আবত্তি প্রতিযাগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মোঃ আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিশুদের নিয়ে কেক কাটেন, সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর উপজলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন। অন্যান্যদর মধ্যে আরাও বক্তব্যে রাখেন জেলা শিশু একাডমির লাইব্ররিয়ান শেখ রফিকুল ইসলাম রফিক, পরিচালনা কমিটির সদস্য শেখ ফারুকুজ্জামান ডেভিট প্রমুখ। এসময় শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুরা উপস্থিত ছিলেন।