মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ১২:৪৯ পূর্বাহ্ন
খবরের আলো রিপোটঃ
রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে চারজন। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঈদের দিন (১২ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বলদিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন রাতে ঈদ আনন্দ শেষে তারা অটোভ্যান যোগে বাড়ি ফিরছিল। পথে ঢাকা-রংপুর মহাসড়কের বলদিপুকুর আনোয়ার ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি নাইটকোচ ওই অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় মনির। গুরুতর আহত অবস্থায় ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিব ও শাওন নামে আর দুজনকে মৃত ঘোষণ করেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ জাফর আলী বিশ্বাস জানান, মরদেহ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করা সম্ভব হয়নি।