মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০২:০৫ পূর্বাহ্ন
খবরের আলো :
মোঃ হান্নান মিয়া রাজৈর (মাদারীপুর) সংবাদদাতাঃ মাদারীপুরের রাজৈর উপজেলায় ভ্যান থেকে ছিটকে পড়ে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
রোববার বিকেল চারটার দিকে উপজেলার ভান্ডারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতের নাম এনাই মাতুব্বর। তিনি কানাইপুর এলাকার লুৎফার মাতুব্বরের ছেলে।
রাজৈর থানার এসআই রায়হান সিদ্দীকি শামিম জানান, বাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন এনাই। ভান্ডারিয়া মোড়ে এসে ভ্যানটি বাঁক নিলে প্রতিবন্ধী এনাই ছিটকে পড়ে যায়। তাৎক্ষণিক উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।