বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০১:২৫ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ড. কামাল হোসেন নিজে কোনো দিন সরাসরি ভোটে নির্বাচিত হতে পারেন নাই। তিনিই আবার জোট করেছেন ২১ অগাস্ট গ্রেনেড হামলাকারীদের সঙ্গে। যারা কিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল।
শনিবার ভোলা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
এসময় তিনি আরও বলেন, কামাল হোসেন জোট করেছেন তাদের সঙ্গে যারা ২১ অগাস্ট ২৪ জনকে হত্যা করেছিল; যাদের যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসির হুকুম হয়েছে। তিনি জোট করছেন তাদের সঙ্গে যারা একাত্তরে মানবতাবিরোধী অপরাধ করেছে।
ঐক্যফ্রন্টের লক্ষ্য-আদর্শ সম্পর্কে মন্ত্রী বলেন, এই জোটের কোনো আদর্শ নাই। লক্ষ্য নাই। লক্ষ্য একটাই—শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। কিন্তু তাদের এ লক্ষ্য কোনো দিন পূরণ হবে না। বাংলার মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।