রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০১:২১ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘নির্বাচন হবে কি-না আমরা জানি না। আমরা সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চাই। নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন এরশাদ। জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় পার্টি ওই মহাসমাবেশের আয়োজন করে।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে এরশাদ বলেন, একটি দল পাঁচ দফা দিয়েছে। বর্তমান সংবিধান অনুযায়ী, তা মানা সম্ভব নয়। এ অবস্থায় আগামী দিনগুলো নিয়ে শঙ্কা রয়েছে। সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে ঐক্যের মাধ্যমে অংশ নেবে। জাপা ৩০০ আসনে প্রার্থী দেবে। সুষ্ঠু নির্বাচন হলে জাপা ক্ষমতায় আসবে।’
দল ও জোটের নেতাকর্মীদের উদ্দেশে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। মনোনয়ন দেয়ার ক্ষেত্রে দলের চেয়ে ব্যক্তির যোগ্যতাকে মূল্যায়ন করা হবে।
এরশাদ বলেন, আমি নতুন করে ১৮ দফা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করতে চাই। বিচার বিভাগের স্বাধীনতা চাই। শিক্ষা পদ্ধতি সংস্কার চাই। স্বাস্থ্যসেবার সম্প্রসারণ চাই। শান্তির রাজনীতি চাই। সড়ক নিরাপত্তা চাই। ক্ষমতায় গেলে শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও প্রাদেশিক পদ্ধতি আনবেন বলেও জানান এরশাদ।