মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ০২:৪২ অপরাহ্ন
খবরের আলো :
নারাণগঞ্জ জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলা থেকে চার যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের পাঁচরুখী ইউনিয়নের দুটি স্থান থেকে এসব লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান।
প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। গুলিবিদ্ধ যুবকদের বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে। তাঁদের মাথা ও গলায় গুলির চিহ্ন রয়েছে।
এসপি আনিসুর রহমান আরো বলেন, ‘রাতে কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। আজ ভোরে এলাকাবাসী খবর দিলে পাঁচরুখী এলাকার দুটি স্থান থেকে চার যুবকের লাশ উদ্ধার করা হয়।’
‘ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে,’ যোগ করেন এসপি।