শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৩২ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে পুলিশ অনুমতি দিয়ে দিয়েছে। দেখুন, অনুমতি নিয়ে নাটক করা এটা তাদের পুরোনো অভ্যাস।
রোববার দুপুরে রাজধানীর ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সমাবেশের বিষয়ে অনুমতির ব্যাপারে ঐক্যফ্রন্টের নেতারা ইঙ্গিত পেয়েছেন। অফিশিয়াল চিঠি না পাওয়ার আগ পর্যন্ত ঐক্যফ্রন্ট নেতারা অহেতুক নাটক করবেন, এটা তাদের পুরোনো অভ্যাস।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সিলেটে বড় বড় নেতা যাবেন, নিরাপত্তার বিষয়টি পুলিশ একটু খতিয়ে দেখে।
তিনি বলেন, আমার তো মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি আমাকে বলেছেন যে সভা-সমাবেশ যেখানেই করতে চান, এ ব্যাপারে কোনো বাধা–নিষেধ থাকবে না, থাকার কথাও নয়।’
কাদের বলেন, তা ছাড়া নির্বাচন কমিশনে একজন কমিশনার নোট অব ডিসেন্ট দিলেও নির্বাচন কমিশন দ্বিধাবিভক্ত হবে না, বরং এটি গণতন্ত্রের সৌন্দর্য।