রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৬:৩৭ পূর্বাহ্ন
খবরের আলো :
মোঃ আলী মুবিনঃ ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, পালং থানা আওয়মী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ডামুড্যা উপজেলা সমিতির উপদেষ্টামÐলীর সদস্য ও শরীয়তপুরের কৃতি সন্তান চৌধুরী মুজিবুর রহমানের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল রুমে ডামুড্যা উপজেলা সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে এতে অংশ নেন, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, বিশিষ্ট সমাজ সেবক আজিজুল হক মল্লিক, সংগঠনের পৃষ্ঠপোষক খালিদুর রহমান শিকদার, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুল হোসেন খান মিলু, শরীয়তপুর জেলা সমিতির সাধারণ সম্পদক মোঃ মোতালেব হোসেন, ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, যুগ্ম সম্পাদক ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন উদ্দিন ঢালী, সংগঠনের সহ-সভাপতি ও ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের প্রচারও প্রকাশনা সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সাবেক ব্যাংকার আলমগীর হোসেন খান, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এফ রহমান রূপক, ডামুড্যা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল ইসলাম, আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আফজালুর রহমান শিকদার, আলোকিত শরীয়তপুরের সাধারণ সম্পদক মনিরুজ্জামান, ডামুড্যা উপজেলা যুবকল্যাণ ট্রাস্টের সভাপতি আসাদুজ্জামান আজম, মরহুমের পূত্রবধু কিশোয়ারা জাবিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন, সংগঠনের দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু। এসময় চৌধুরী মুজিবুর রহমান, সংগঠনের সহসভাপতি বোরহান উদ্দিনের সহধর্মিণী, আব্দুল হাশেমের মা এবং আব্দুল আউয়ালের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সভা সঞ্চালনা করেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবর রহমান।