শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:২৯ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ দল। দলে সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট হিসেবে আনা হয়েছে ঘরোয়া ক্রিকেটে পারফরর্ম করা ফজলে মাহমুদ রাব্বিকে।
কিন্তু অভিষেক ম্যাচে নিজের নামের বিচার করতে পারেননি এ অলরাউন্ডার। ওপেনার লিটন দাস আউট হলে মাঠে নামেন রাব্বি। কিন্তু চার বল খেলে শুন্য রানে সাজঘরে ফিরেন সাকিবের পরিবর্তে দলে জায়গা পাওয়া রাব্বি।
জিম্বাবুয়ের বোলার তেন্দাই চাকারাকে চারটি বল মোকাবেলা করেছেন তিনি। শেষ ৬ষ্ঠ ওভারের শেষ বলে ব্যাটের কানায় লাগিয়ে ফাস্ট স্লিপের ওপর দিয়ে বল তুলে দিতে চেয়েছিলেন তিনি। কিংবা নিজের ইচ্ছার বিরুদ্ধেই উঠে যায় প্রথম স্লিপে। ওনেক ওপরে লাফ দিয়ে উঠে ক্যাচটা তালুবন্দী করে নেন ব্রেন্ডন টেলর।
২০০৪ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেকের ১৪ বছর পর জাতীয় দলে খেলার সুযোগ মিলে এই অলরাউন্ডারের।
জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণার পর নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছিলেন, ‘ফজলে রাব্বি হচ্ছে কমপ্লিট প্যাকেজ।
কিন্তু সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট হিসেবে আনাসেই ফজলে মাহমুদ ওয়ানডাউনে ব্যাট করতে নেমে যারপরনাই হতাশ করেছেন সবাইকে।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫২। ৩১ রান নিয়ে ইমরুল কায়েস এবং ১২ রান নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহীম।