মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ১২:১৮ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জেম (৩০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জেম উপজেলার পারচৌকা গ্রামের আব্দুল হামিদের ছেলে।
সীমান্ত সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে চৌকা সীমান্ত দিয়ে গরু আনার জন্য একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতে অনুপ্রবেশ করলে ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে গুলি বর্ষণ করে।
এ সময় জেম গুলিবিদ্ধ হলে তার অপর সঙ্গীরা তাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে পালিয়ে আসে। পরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
বর্তমানে লাশ তার বাড়িতেই রয়েছে। এ ব্যাপারে ৫৯বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রাসেদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না, তবে খোঁজ নিয়ে দেখছেন বলে জানান।