খবরের আলো :
মো: শাকির আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৫ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। ২৫ বছর আগে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে বান্দরবানে স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাবার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চন নিহত হন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন সে সময় সিনেমার শুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দু’টি অবুঝ সন্তানকে বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়- এই শ্লোগান নিয়ে গড়ে তুলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’।
আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস এবং মরহুমা জাহানারা কাঞ্চনের ২৫তম মৃত্যুবার্ষিকী, যার অকাল মৃত্যুতে সড়ককে নিরাপদ করার এই সামাজিক আন্দোলনের জন্ম। উল্লেখ্য, সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে গত ৫ জুন ২০১৭ মন্ত্রী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দিয়েছেন। এবছর ২য় বারের মতো দেশব্যাপী সরকারীভাবে ২২ অক্টোবর ’জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে পালিত হয়। এরই ধারাবাহিতায় শ্রীমঙ্গলে প্রতি বছরের নিয়া এবার পালিত হলো নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে ১১টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার নিসচার কার্যালয় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের চৌমুহনা চত্বরের এসে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হয়। নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে মো.গোলাম রহমান মামুন এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার আশফাকুল জামান, সিলেট বিভাগীয় স্বাস্থ্য মহা পরিচালক ডাঃহরিপদ রায়,শ্রীমঙ্গল থানা অফিসা ইনচার্জ কে এম নজরুল, পুলিশ পরিদর্শক ট্রাফিক রুপন কুমার রায়, এছাড়া আরোও উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল নিসচার সকল কর্মীরা ও বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের জনপ্রতি বৃন্দ এতে অংশ নেন।