খবরের আলো :
মোঃঅাসাদ মাহমুদ, দোহার-নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ দোহার উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, বেগম আয়শা বালিকা উচ্চ বিদ্যালয় ও জয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীগন জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মানববন্ধন করে। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা হাতে লিপলেট নিয়ে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা মাধ্যমিক অফিসার লিয়াকত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিন্দোল বারি, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমেদ হান্নান সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।