বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০১:৩১ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পানি শোধনাগার প্রকল্পের সেপটিক ট্যাংকে নামার পর দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মদুনাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন, মো. নজরুল ইসলাম (৩০) ও মো. ইউসুফ (২২)। নজরুল ইসলামের বাবার নাম আবদুর রব মোল্লি। বাড়ি পটুয়াখালী। মো. ইউসুফের বাবার নাম মো. আল আমীন। বাড়ি বাগেরহাট জেলার কচুয়া থানায়।
জানা জানায়, ১৫-২০ দিন পূর্বে ওয়াসার পাইপলাইনের সংযোগস্থলে ঢালাই দেয়া হয়। আজ সকাল ৯টার দিকে ওই ট্যাংকের শার্টার খুলে ভেতরে ঢোকেন শ্রমিকেরা। এ সময় ট্যাংকের ভেতর অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে দুই শ্রমিক অসুস্থ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মদুনাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. আবদুল করিম জানান, ট্যাংকের ভেতর অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে দুই শ্রমিক গুরুতর অসুস্থ হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।