বুধবার, ০৬ জুলাই ২০২২, ১১:১২ অপরাহ্ন
খবরের আলো :
মোঃ রাকিব হোসেন, বরগুনা প্রতিনিধিঃ আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব” এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৮ উদযাপন করা হয়। বরগুনা জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে আজ ২২ অক্টোবর সোমবার সকাল ১১ টার সময় বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যােলি বের হয়ে বরগুনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরগুনা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোঃ কবির মাহমুদ, বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম , বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু ,বরগুনা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার ,জাতীয় মহিলা সংস্থা বরগুনার চেয়ারম্যান হোসনে আরা চম্পা , বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু ,বরগুনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ রইসুল আলম রিপন, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু, জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সদস্য, ইপা রানী। আরো উপস্থিত ছিলেন, মোঃ মোতালেব মৃধাসভাপতি কমিউনিটি পুলিশিং বরগুনা , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলহাজ্ব আঃ রশিদ। আলোচনা সভা সঞ্চালনা করেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ।
দিবসটি উপলক্ষে নিরাপদ সড়কের দাবিতে বরগুনা সদর রোডেও মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা।