শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৯:৪৭ অপরাহ্ন
খবরের আলো :
রাজু হাওলাদার স্টাফ রির্পোটার :আশুলিয়া সৈকত পরিবহন নামক একটি বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে রিকশ চালক রুবেল হোসেন নিহত হয়েছে।
খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরির্দশন শেষে নিহত রুবেল হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। আজ সোমবার সকাল সাড়ে ১০ দিকে আশুলিয়ার সরকার মার্কেট নামক এলাকায় বাইপাইল আব্দুল্লাপুর মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত রুবেল হোসেনের গ্রামের বাড়ী রাজবাড়ী জেলার পাংশা থানায়। সে আশুলিয়া সরকার মার্কেট নামক একটি এলাকায় বাসা ভাড়া থেকে আটোরিকশা চালাতেন বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন আব্দুল্লাপুর থেকে বাইপালের দিকে যাওয়া বাসের সাথে আটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগার কারনে রিকশা চালক গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারী ও শিশু সাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা রুবেল হোসেনকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে আশুলিয়া থানার এস আই মো: মিরাজ হোসাইন জানান সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন শেষে নিহত রুবেল হোসেনের মৃত দেহটি উদ্ধার করে আশুলিয়া থানায় আনা হয়েছে। মৃতদহটি ময়না তদন্তের জন্য সোহরাওর্য়াদী মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি হয়েছে বলে জানান।