মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০১:৩২ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার সকালে রামপুরাগামী মহানগর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রেদওয়ানুল কবির শুভ (৩০)। আহত ব্যক্তির নাম মো. মিঠুন (৩০)। তাদের বাড়ি মোহাম্মদপুর আদাবরে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়েছে নাকি কেউ ধাক্কা দিয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এসআই সুব্রত বলেন, রাস্তায় পড়ে থাকা অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনায় আহত মিঠুকে ঢামেকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।