মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ০২:৩৭ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
যশোরের অভয়নগরে খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের ( ঢাকা মেট্রো ট-১৪-০৩২১) ধাক্কা লেগেছে।
এতে ট্রাকের বডি রেললাইনে আটকে যাওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নওয়াপাড়ার পাঁচকবর নামকস্থানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
নওয়াপাড়া রেল স্টেশন মাস্টার মহসীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে রেললাইন ক্লিয়ারের কাজ শুরু হয়েছে। আর আধা ঘণ্টার মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।