শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:০৪ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
দিনাজপুরের বীরগঞ্জে জামায়াতের পৌর আমির রাশেদুন্নবী বাবুকে (৪০) নাশকতার পরিকল্পনার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার কাজী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের পৌর আমির রাশেদুন্নবী বাবুকে গ্রেফতার করা হয়েছে।
বাবু বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার পলাতক আসামি বলেও জানান ওসি।