সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৪:২৩ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি আজ মঙ্গলবার সকালে এই মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মনিরার আইনজীবী পিযুষ কান্তি সরকার। তিনি বলেন, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রোজিনা খান মামলাটি আমলে নিয়ে বিকেলে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলার পর থেকে সমালোচনার মুখে রয়েছেন মইনুল। এক পর্যায়ে তিনি টেলিফোন করে ক্ষমা চাইলেও মাসুদা ভাট্টি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
তা না করায় মইনুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি। পাশাপাশি দেশের বিভিন্নস্থানেও মানহানির অভিযোগে কয়েকটি মামলা হয় তার বিরুদ্ধে।
এসব মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর মইনুল কয়েকটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিলেও রংপুরের মামলায় রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে জাতীয় ঐক্যফ্রন্টের এ নেতাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।