মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৩:৫৮ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
রাখাইনে সংখ্যালঘু মুসলমানদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়নের অভিযোগে দেশটির পাঁচ জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার এক ঘোষণায় এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারেইস পেইন।
পেইন বলেন, অং কেইউ জো, মোং মোং সোয়ে, অং অং, থান ও এবং কিং মোং সোয়ে রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। তাদের নেতৃত্বে একটি সেনা ইউনিট রোহিঙ্গা নিপীড়ন চালিয়েছে।
ইতোমধ্যে এ পাঁচ কর্মকর্তার মধ্যে কয়েকজন পদত্যাগ করেছেন বলে জানা গেছে। অস্ট্রেলিয়া তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করেছে।
গত বছরের আগস্টের শেষ দিকে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অভিযানের মুখেই দেশটির উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা অধিবাসী বাংলাদেশে পালিয়ে আসেন।