বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৪:১৮ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে তা আগামী ২৬ অক্টোবর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি, উপদেষ্টা কমিটি ও পার্লামেন্টারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রধানমন্ত্রীর সর্বশেষ বক্তব্য অনুযায়ী, মন্ত্রিসভা ছোট হওয়ার সম্ভাবনা কম বলে জানান কাদের।
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সাইজ ছোট হলেও দুই একজন যুক্ত হতে পারে, বিদ্যমান থাকলেও দুই একজন যুক্ত হতে পারে বলে আমার ধারণা।
এর আগে সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকারের আকারে বড় কোনো পরিবর্তন নাও আনা হতে পারে বলে ইঙ্গিত দেন। তিনি বলেন, বর্তমান মন্ত্রিসভায় সব দলের প্রতিনিধিই আছেন। আর নির্বাচনকালীন সরকারের আকার ছোট করা হলে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে।