শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৩৩ অপরাহ্ন
খবরের আলো :
মোঃ নজরুল ইসলাম খান মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৬৮ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত নোয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করা হয়েছে। সিলেট বিভাগীয় কমিশনার মেজ্বাহ উদ্দিন চৌধুরী মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটি উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, স্থানীয় সরকার উপ-পরিচালক শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মলিকা দে, সহকারী কমিশরার ভূমি মতিউর রহমান খান, চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর প্রমুখ।