রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৪:০২ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
মানহানি মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনকে গ্রেফতার করা নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মইনুল হোসেনকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ব্যাহত করতেই এই গ্রেফতার।
গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেফতারর করা হয়। রংপুরে করা একটি মানহানির মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এর অাগে গত ১৬ অক্টোবর মধ্যরাতে বেসরকারি একাত্তর টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন মইনুল হোসেন।
রিজভী দাবি করেন, মইনুল হোসেন আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি। অপশাসনের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে তার কথা বলাটাকেই অপরাধ হিসেবে গণ্য করছে সরকার।
রিজভী বলেন, মানহানি মামলায় প্রথমেই গ্রেফতারি পরোয়ানার নজির নেই। প্রথমে সমন জারি করে আসামিপক্ষের বক্তব্য নেয়া হয়। আসামিপক্ষ উপস্থিত না হলে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মইনুল হোসেনের গ্রেফতার সম্পূর্ণ বেআইনি। এসময় রিজভী মইনুল হোসেনকে গ্রেফতারে নিন্দা জানিয়ে তাকে দ্রুত মুক্তি দেয়ার দাবি জানান।