বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৫:৩২ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
আরো একটি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বিরুদ্ধে জমি দখলের অভিযোগে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, মঙ্গলবার গভীর রাতে জাফরুল্লাহর বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সুত্র জানায়, আশুলিয়ায় জফরুল্লাহর মালিকানাধীন গণ্যস্বাস্থ্য কেন্দ্রের পাশে নলাম এলাকার নাসির আহম্মেদ নামের এক ব্যক্তি ১৪ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে।
তবে গত কয়েক মাস যাবৎ ওই জমি দখল করে নেওয়ার জন্য পায়তারা করে আসছে জাফরুল্লাহর লোকজন। এছাড়াও সাইনবোর্ড ভেঙ্গে ফেলা ও জমিতে লাগানো গাছ কেটে ফেলে দিয়েছে গণস্বাস্থ্যের কর্মীরা। পরে মঙ্গলবার রাতে এ ঘটনায় তিনি বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, এর আগে গণ্যস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য জাফরুল্লাহ চৌধূরীর নামে চাদাবাজী ও জমি দখলের অভিযোগে গত (২১ অক্টোবর) রোববার রাতে সেলিম আহম্মেদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। একই অভিযোগে গত (১৯ অক্টোবর) রাতে হাসান ইমাম ও (১৫ অক্টোবর) রাতে মানিকগঞ্জের মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি পৃথক দুটি মামলা দয়ের করেছেন।