বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৪:৫৮ অপরাহ্ন
খবরের আলো :
মোঃ মিজানুর রহমান স্বাধীন : পিকআপে করে ৩ হাজার ২০০ ইয়াবা পাচারকালে তিনজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ ডিবি।রোববার রাতে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সেলিম (২০), আব্দুল আজিজ (২০) ও মো. আব্দুল্লাহ (২০)। তাদের বাড়ি কক্সবাজার জেলায় বলে জানা যায়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩ হাজার ২০০ ইয়াবা ও একটি মিনি পিকআপসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।