সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৪:০৪ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
জাতীয় ঐক্যফ্রন্টের প্রস্তাবিত সাত দফা দাবিকে নির্বাচন বানচালের মতলবে ‘সাতটি চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গী কলেজ মাঠে এক গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক।
নেতাকর্মীদের উদ্দেশে এসময় তিনি আরও বলেন, ‘সাত দফা কি কোনো দফা? এই সাত দফা হচ্ছে, আগামী নির্বাচন বানচালের মতলবে সাতটি চক্রান্ত। সাত চক্রান্ত আগামী নির্বাচন বানচালের অশুভ উদ্দেশ্যে… এরা আজকে একজোট হয়েছে।’
কাদের বলেন, জনগণ বর্তমানে নির্বাচনের মুডে আছে, তাই সাত দফা মেনে নেওয়া হবে না। শেখ হাসিনাকে হটাতেই সামনে ড. কামাল হোসেন এবং পেছনে তারেক রহমানের নেতৃত্ব মেনে নিয়ে ঐক্যফ্রন্ট করা হয়েছে।