শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০১:৪৪ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
আসছে নভেম্বরের ১৪ ও ১৫ তারিখ বিয়ে দিনক্ষণ ঠিক করে রেখেছেন বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দীর্ঘদিন চুপ থাকার পর গত রোববার তারা নিজেরাই এ ঘোষণা দেন।
তবে এখন সবাই জানতে উদগ্রীব হয়ে আছে কোথায় হচ্ছে বিয়েটা এবং কে কে থাকছেন অতিথির তালিকায়।ইতোমধ্যে তাও জানিয়েছে বেশকিছু মিডিয়া ও সূত্র।
মুম্বই মিররের খবর অনুসারে, দীপিকা-রণবীর ইতালির লেক কোমোতে বিয়ে করবেন। দীপিকার পোশাক তৈরি করবেন সব্যসাচী মুখার্জী। এছাড়া দিল্লির এক ওয়েডিং প্ল্যানারকে এই বিয়ের আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিয়েতে দীপিকা-রণবীরের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের পাশাপাশি তাদের অভিনীত ব্যবসা সফল বেশ কিছু ছবির পরিচালকও থাকতে পারেন। তারা হলেন- সঞ্জয় লীলা বানসালি, করণ জোহর।
থাকতে পারেন রণবীর সিংয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু অর্জুন কাপুর। বলিউড বাদশা শাহরুখ খানেরও থাকার গুঞ্জন শোনা যাচ্ছে।
একটি সূত্র জানিয়েছে, এই দুই তারকার বিয়েতে ৩০ জন বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আরেকটি সূত্র থেকে জানা গেছে, এই বিয়েতে আসছেন দুজন পপতারকা- এলটন জন ও ম্যাডোনা।