খবরের আলো :
মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধিঃ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় সীমান্তে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল সহ আব্দুস সালাম (১৪)নামে এক কিশোর মাদক পাচারকারীকে আটক করেছে।
আটক কিশোর বেনাপোল থানার মহিশাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বিজিবির বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে শিকড়ী মাঠের মধ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিআইপি এফএস নুরুল ইসলাম, নায়েক ওয়াদুদ, এফএস সরোয়ার, ও সিপাহী মোর্শেদ সেখানে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল সহ কিশোর আব্দুস সালাম কে আটক করা হয় । আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।