রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০২:৫৪ পূর্বাহ্ন
খবরের আলো :
মনা,বেনাপোল প্রতিনিধিঃ নাভারনে নার্গিস আক্তারের পায়ে বিশেষ কায়দায় থাকা গাঁজা উদ্ধার যশোরের নাভারণ থেকে ১ কেজি ৫ শ’ গ্রাম গাঁজাসহ নার্গিস আক্তার (২৮) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময় যশোর-বেনাপোল সড়কের নাভারণ এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়। আটক নারী যশোরের রুস্তমপুর গ্রামের ইমদাদুল হকের স্ত্রী। নাভারণ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) জহিরুল হক জানান,গোপন সংবাদে জানতে পেরে, যশোর-বেনাপোল সড়কের নাভারণ গোডাউন এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে নার্গিস আক্তার নামে এক নারীকে আটক করা হয়। এসময় ওই নারীর পাঁয়ে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ১ কেজি ৫ শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত গাঁজাসহ উক্ত নারীর নামে মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।