শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৯:১৪ পূর্বাহ্ন
খবরের আলো :
হাবিবুর রহমান মাসুদ,পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালী জেলা শিশু একাডেমী মিলনায়তনে দ্বাদশ শ্রেনী পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে “বিজয় ফুল” তৈরী, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয় চলচ্চিত্র নির্মান এবং দলগত দেশাত্মবোধক সংগীত জেলা পর্যায়ের প্রতিযোগিতার বিজয় ফুল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।গতকাল বুধবার সকাল ১০টায় জেলা শিশু একাডেমীতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও এলও লুৎফুননেছা খানম সঞ্চালনায় বিজয় ফুল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, জেলা শিক্ষা অফসার মোঃ জাহাঙ্গীর হোসাইন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইদুজ্জামান।অনুষ্ঠানে বিজয় ফুল তৈরী, চিত্রাংকন, একক অভিনয়, কবিতা আবৃত্তি, রচনা ও কবিতা এবং গল্প রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।