বুধবার, ১৩ জানুয়ারী ২০২১, ০৯:৩২ অপরাহ্ন
খবরের আলো :
হাবিবুর রহমান মাসুদ,পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠিত।
গতকাল বুধবার সকাল ৯টায় ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গনে জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীর সিনিয়র স্টেশন অফিসার মোঃ ফিরোজ আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, মেয়রের প্রতিনিধি কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন আকন। বক্তব্য রাখেন প্রশিক্ষন প্রাপ্ত যুব ফোরামের সভাপতি জহিরুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ। আগুন দুর্ঘটনাসহ দুর্যোগ প্রশমনে সচেতনা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।